আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে NPCI UPI‑লেনদেনের সীমা ও দৈনিক সীমাগুলো কিছু নির্বাচিত ক্যাটাগরির জন্য বাড়িয়ে দিয়েছে।
প্রধান পরিবর্তনসমূহ
নির্দিষ্ট ক্যাটাগরি‑লেনদেনের জন্য প্রতি লেনদেনের সীমা বাড়ানো। capital markets” (investments), “insurance”, “travel”, “Government e‑Marketplace (GeM)” ইত্যাদি ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ₹৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
দৈনিক সর্বোচ্চ (daily) লেনদেনের সীমা বৃদ্ধি
উপরের যে ক্যাটাগরিগুলোতে প্রতি লেনদেনের সীমা বাড়ানো হয়েছে, সেখানেও ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করার অনুমতি দেওয়া হয়েছে। কিছু ক্যাটাগরিতে দৈনিক সীমা একটু কম: যেমন ক্রেডিট কার্ড বিল পরিশোধে দৈনিক সর্বোচ্চ ৬ লক্ষ টাকার সীমা ধার্য করা হয়েছে।
ব্যবহার‑নিয়ম সংক্রান্ত কিছু বিশেষ বিষয়ের কথা
এই বাড়ান শুধুমাত্র নির্ধারিত / “verified merchant” এবং বিশেষ ক্যাটাগরিতে প্রযোজ্য হবে, সাধারণ ব্যক্তি‑to‑ব্যক্তি (P2P) লেনদেনে সীমা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, যদি আপনি বন্ধু‑পরিবারের কাছে টাকা পাঠান বা মেটেন, তাহলে পুরনো সীমা একই থাকবে (প্রতি‑দিন ১ লক্ষ)। উচ্চ‑মূল্যের লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার জন্য কিছু অতিরিক্ত যাচাইকরণ ও নিয়ন্ত্রণ থাকতে পারে।
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো মহাজন, ব্যবসায়ী, কর, বিমা, যাত্রা ইত্যাদিতে যারা বড়‑বড় পরিমাণে লেনদেন করেন তাদের জন্য সহজতর ব্যবস্থা করা।
এছাড়া, UPI‑এর ওপর নির্ভরতা আরও বাড়বে — ছোট‑বড় পরিশোধ সবই ডিজিটালি করা যাবে স্বল্প বিড়ম্বনায়। এই পরিবর্তন সব‑সব UPI অ্যাপ ও সব ধরনের লেনদেনের জন্য নয়; শুধুমাত্র “নির্ধারিত ক্যাটাগরি” এবং “verified merchant” ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাংক বা UPI‑অ্যাপ প্রয়োজন অনুযায়ী কিছু কম সীমা ধার্য করতে পারে ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে।
আসলে বর্তমান সময় এই ধরণের লেনদেন এত বেশি হয়েছে যে সেখানে সবাই চায় নিজের কাজকে যাতে আরও গতি দেওয়া হয়। সেখানে যদি এই রকম কাজ আরও বেশি হয় তাহলে দেশ আরও এগিয়ে যাবে। সেখানে দেশের অর্থনীতি আরও ভালো হতে বাধ্য। তবে যদি কেউ এখানে নিজের মত করে কাজ করতে চায় সেটি হবে না। সেখানে সরকার যেটা স্থির করেছে সেটাই করতে হবে।
