আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা সাবধান। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদি সঠিকভাবে নিজের কেওয়াইসি জমা করেন তাহলে এই সমস্যায় পড়তে পারেন আপনি। কেওয়াইসি হল এমন একটি বিষয় যেখানে গ্রাহকরা নিজেদের তথ্য আপডেট করে রাখেন। যদি সেটি না হয়ে থাকে তাহলে অতি দ্রুত বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
কেওয়াইসি সঠিকভাবে দিতে হলে আপনাকে নিজের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হয়। ব্যাঙ্ক সমস্ত তথ্য খতিয়ে দেখে তারপর আপনার অ্যাকাউন্টকে আপডেট করে রাখে। তাহলে দেখবেন অতি সহজেই নিজের কাজ করতে পারবেন।
আরবিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যদি সঠিক সময় প্রতিটি গ্রাহক নিজেদের কেওয়াইসি আপডেট না রাখেন তাহলে ব্যাঙ্ক তাদের সিদ্ধান্ত নিতে পারে। চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে পিএনবি এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানে তারা জানিয়ে দিয়েছে যদি সঠিক সময় গ্রাহকরা নিজেদের কেওয়াইসি আপডেট করে না রাখেন তাহলে তারা সেই অ্যাকাউন্টকে বন্ধ করে দেবেন।
তাই যদি এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিকে দ্রুত আপডেট করে নিন। নাহলে যদি ব্যাঙ্ক এই অ্যাকাউন্টকে বন্ধ করে দেয় তাহলে সেটি চালু করতে হলে ফের আপনাকে ব্যাঙ্কে যেতে হবে। যদি সেই সময় আপনার কাছে দরকারি কোনও কাজ থাকে তাহলে সেটি আপনি করতে পারবেন না। তাই আগে থেকে সতর্ক হয়ে গিয়ে নিজের কেওয়াইসি আপডেট করে রাখুন। তাহলে দেখতে পারবেন কোনও সমস্যা হবে না।
