আজকাল ওয়েবডেস্ক : নিজের পেনশন করে তুলুন নিশ্চিত। রোজ জমা করুন মাত্র ৭ টাকা। আর পরে পেনশন পেয়ে যান ৫ হাজার টাকা প্রতি মাসে। যদি আপনার কাছে জানা থাকে এই প্রকল্প তাহলে আপনিও হতে পারেন লাভবান।
আপনার স্বপ্ন পূরণ করবে অটল পেনশন যোজনা। এখানে আপনি যদি ৭ টাকা করে রোজ রাখতে পারেন তাহলে ৬০ বছরের পর আপনি পেয়ে যাবেন প্রতি মাসে ৫ হাজার টাকা।
অনেকে হয়তো জানেন না ২০১৫-১৬ বাজেটে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সূচনা করেছে। যেকোনো ভারতের নাগরিক এর লাভ তুলতে পারবেন। এখানে আপনি যত বেশি বিনিয়োগ করবেন অবসর সময় তত বেশি লাভ পাবেন। যদি ১৮ বছর বয়স থেকে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে ভালো রিটার্ন থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না।
যাদের বয়স ৪০ হয়ে গিয়েছে তারা এখানে মাসে ১৪৪০ টাকা করে রেখে দিন। ব্যাস তাহলে অবসর সময় মাসে ৫ হাজার টাকা থেকে আপনাকে কেউ রুখতে পারবে না। যাদের বয়স ৩২ বছর তারা মাসে ৬৮৯ টাকা করে রাখুন। তাহলে পাবেন ৫ হাজার টাকা প্রতি মাসে।
