আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে নতুন চিন্তাভাবনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর আগে তারা ব্যাঙ্কিং পরিষেবাকে ৫ কিলোমিটারের মধ্যে রাখার একটি পরিকল্পনা করেছিল। তবে এবার সেখান থেকে তারা সরে গিয়ে এই পরিষেবাকে ৩ কিলোমিটারের মধ্যে রাখার পরিকল্পনা করছে।
তবে এই পরিকল্পনা কবে থেকে শুরু করা হবে সেবিষয়ে কোনও তথ্য মেলেনি। মনে করা হচ্ছে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে যদি এর অনুমোদন মেলে তবেই এটিকে চালু করা হবে। তবে যদি চালু হয়ে যায় তাহলে সেখানে ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করতে পারে।
একটি ব্যাঙ্কে সাধারণত অনেক গ্রাহক থাকে। তবে বর্তমান সময়ে ব্যাঙ্কগুলি নিজের এলাকার বাইরে কোনও গ্রাহকের নামে খাতা খুলতে চান না। এবিষয়ে আগে শিথিলতা থাকলেও বর্তমানে সেখান থেকে অনেকটাই কঠোর মনোভাব গ্রহণ করা হয়েছে। এখন দেখা যায় অনেক ব্যাঙ্ক তাদের নতুন খাতা খুলতে হলে নিজের এলাকার বাইরে গিয়ে তারা খাতা খুলতে চান না।
যদি এই সিদ্ধান্ত কেন্দ্র নেয় তাহলে সেখানে ব্যাঙ্কের পাশাপাশি আর্থিক লেনদেনের কাজে পোস্ট অফিসের ভূমিকা অনেকটা বেশি থাকবে। সেখানে পোস্ট অফিস থেকে অনেক টাকার লেনদেন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
যদি ৩ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে গ্রাহকরা অনেকটা সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে। সেখানে তারা ব্যাঙ্কের বিভিন্ন সুবিধাকে অনলাইনে করার দিকে বেশি জোর দেবেন। সেখানে ডিজিটাল কাজে অনেক বেশি জোর দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।
যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অতি দ্রুত এবিষয়ে সবুজ সঙ্কেত মিলবে বলেই মনে করা হচ্ছে। এবার দেখার কবে থেকে এই নতুন পরিষেবা চালু হয় এবং এটি চালু হওয়ার পর পোস্ট অফিসের ভূমিকা কোন দিকে মোড় নেয়।
