আজকাল ওয়েবডেস্ক: এইচডিএফসি ব্যাঙ্কের কাছে কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে। এখানে বিনিয়োগ করলেই সেখান থেকে আপনি পেতে পারেন ভাল রিটার্ন। এখানে বেশি টাকা থেকে বিনিয়োগ করার দরকার নেই। সামান্য টাকা মাসে বিনিয়োগ করলেই সেখান থেকে আপনি পেতে পারেন ভাল লাভ।
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড হল একটি অতি পুরনো ফান্ড। এখানে কম সময় থেকে শুরু করে বেশি সময় সবতেই ভাল রিটার্ন পাওয়া যায়। এখানে বিগত বছরে প্রায় ১৫.২৯ শতাশ রিটার্ন এসেছে। এর সঙ্গে নিফটির সরাসরি যোগাযোগ রয়েছে। ফলে সেখান থেকে এখানে বিনিয়োগ করলে সেখান থেকে ভাল ফল পেতে পারেন।
তবে বাজার যদি ওঠানামা করতে থাকে তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে এখানে। সেদিক থেকে দেখতে হলে এউ ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ড আপনাকে ভাল টাকা দিতে পারে। এর টাকা শেয়ার বাজারে খাটে বলে সেখান থেকে বেশি টাকা ঘরে আসতে পারে।
এখানে ৩ বছরে সিএজিআর রয়েছে ২৪.৯৫ শতাংশ। ৫ বছরে সিএজিআর রয়েছে ৩১.২২ শতাংশ। ১০ বছরে সিএজিআর রয়েছে ১৫.২৯ শতাংশ। ১৫ বছরের সিএজিআর রয়েছে ১৪.৯৪ শতাংশ। ২০ বছরে সিএজিআর রয়েছে ১৭.৯৫ শতাংশ।
যদি এই রিটার্ন থাকে তাহলে আপনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন ১.৯৫ কোটি টাকা। বছরে এসআইপি রিটার্ন পাবেন ২০.২৬ শতাংশ।
যদি কেউ ১০ হাজার টাকা বিনিয়োগ করতে শুরু করেন তাহলে ৩০ বছর পর সে পাবেন ২.০৩ কোটি টাকা। আবার কেউ যদি মনে করেন তিনি কম টাকা থেকে বিনিয়োগ শুরু করবেন তাহলে তিনি সেটাও করতে পারেন।
তবে এটা বিষয় মাথায় রাখবেন এই ধরণের স্কিম থেকে বেশি টাকা এলেও সেখানে মার্কিট রিক্স থাকে। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল নেবে না। সেখানে বিনিয়োগ করার আগে সমস্ত বিষয় ভাল করে দেখে নিয়ে তারপর বিনিয়োগ করতে পারেন। সেখানে নিজের বু্দ্ধি দিয়েই বিচার করবেন।
