সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’কে একক হাতে গড়ে তুলেছেন আদিত্য চোপড়া। ২০০৪-এ শুরু, তারপর ২০০৬ ও ২০১৩— তিনটি সুপারহিট ছবির ১২ বছর পর এবার আসছে ‘ধুম ৪’! আর সেই ছবিতে বাইকের হ্যান্ডেল ধরে দুর্ধর্ষ এক অভিযানে নামতে চলেছেন রণবীর কাপুর!
সূত্রের খবর, ‘ধুম ৪’-এর গল্প ও চিত্রনাট্য নিয়ে চূড়ান্ত কাজ করছেন আদিত্য চোপড়া এবং ‘পাঠান’-খ্যাত চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। “ধুম ৪ সিরিজের একটি রিবুট হিসেবে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক অ্যাকশন স্ট্যান্ডার্ড মাথায় রেখেই লেখা হচ্ছে চিত্রনাট্য। রণবীরের ব্যক্তিত্ব, অ্যাটিটিউড মাথায় রেখেই তৈরি হচ্ছে তার চরিত্র, জানিয়েছেন প্রজেক্টের এক ঘনিষ্ঠ সূত্র।
‘ধুম’ মানেই দুরন্ত গতি, স্টাইল আর স্মার্ট চোর! জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার সেই রোমাঞ্চকর চরিত্রে রণবীর কাপুর। সূত্র জানাচ্ছে, রণবীর নিজেও দারুণ উত্তেজিত এই হাই-অকটেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে। ‘ব্রহ্মাস্ত্র’ জুটিই ফিরছে ধুম-এ! রণবীরের এই পরবর্তী সুপারস্টাইলড হাইস্ট মুভি পরিচালনার জন্য নাম উঠেছে অয়ন মুখার্জির। ২০২৫ সালের স্বাধীনতা দিবসে ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পরেই তিনি ডুব দেবেন ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনে। শুটিং শুরু এপ্রিল ২০২৬-এ, মুক্তি পাবে ২০২৭-এ।
তবে ধুম শুরুর আগে অনেক যুদ্ধ পেরোতে হবে নির্মাতাদের। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন রণবীর। এরপর শেষ করবেন ‘রামায়ণ ২’-র কাজ। তারপরই তিনি পুরোপুরি ডুব দেবেন ‘ধুম ৪’-এর জগতে। সামনে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’-এর মতো বড় প্রজেক্টও।
