আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকাল থেকেই ফের একবার চাঙ্গা হল আদানির বিভিন্ন শেয়ার। আদানি গ্রুপ কোম্পানি, আদানি গ্রিন এনার্জি লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, আদানি এনার্জি সলিউশান লিমিটেড, আদানি এন্টারপ্রাইজের শেয়ার বাজার ফের একবার চাঙ্গা হয়ে গেল। এই প্রতিটি কোম্পানি ৫ শতাংশ হারে লাভের মুখ দেখে।

 

যে অভিযোগ আদানি গ্রুপের বিরুদ্ধে উঠেছিল তার বিশ্লেষণ করার পরই এই শেয়ারে উত্থান নজরে এল। এদিন আদানি গ্রিন এনার্জির শেয়ার ৩.৯০ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি পাওয়ার ৫.১৬ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি এন্টারপ্রাইজ ৩.৫৭ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি টোটাল গ্যাসের শেয়ার এদিন ১.৭৮ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। আদানি উইলমারের শেয়ার ০.৯০ শতাংশ হারে বৃদ্ধি ঘটে। 

 


আদানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, ভাইপো সাগর আদানি, সংস্থার অন্যতম কর্তা বিনীত জৈনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ নেই। বুধবার বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে আদানি গোষ্ঠী। তারা আরও জানিয়েছে, কোনও বিদেশি দুর্নীতি সংক্রান্ত আইন লঙ্ঘন করেনি সংস্থা। আদানি গ্রিনের বক্তব্য, সংবাদমাধ্যমগুলি ভুল তথ্য প্রচার করেছে। তবে আমেরিকার ন্যায়বিচার দপ্তর আদানিদের বিরুদ্ধে অন্য তিনটি বিষয়ে অভিযুক্ত করেছে, সেকথাও জানানো হয়েছে।

 


গত বুধবার আদানি গোষ্ঠী সংক্রান্ত এক সংবাদে ভারত, আমেরিকা-সহ গোটা পৃথিবী বাণিজ্য ক্ষেত্রে হুলস্থুল পড়ে যায়। গৌতম, তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর। ওই অভিযোগে বলা হয়, প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা। ওই প্রকল্প থেকে ২০ বছর ধরে প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল শিল্পগোষ্ঠীর।