আজকাল ওয়েবডেস্ক: নতুন টু-হুইলার কিনতে চাইছেন? কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই? চিন্তার কিছু নেই! দেশে এখন এমন অনেক লো-স্পিড ইলেকট্রিক স্কুটার রয়েছে, যেগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্স, আরটিও রেজিস্ট্রেশন বা বীমার প্রয়োজন নেই। বিশেষ করে মহিলা ও পড়ুয়াদের জন্য এগুলি একাধারে যেমন নিরাপদ তেমনই সহজলভ্য।
রোজকার জীবনে যদি আপনি নিজের মতো করে অফিস বা কলেজ যেতে চান তাহলে সেখান থেকে আপনাকে ট্রেন বা বাস করতেই হবে। তবে হাতের কাছে রয়েছে এমন ব্যবস্থা যেখান থেকে আপনি নিজের ইচ্ছামতো অফিস বা কলেজে যেতে পারবেন।
ওলা গিগ: এটি আপনি কিনতে পারেন ৩৯ হাজার ৯৯৯ টাকাতে। এটি দেখতে অনেকটা ভাল। এতে সর্বোচ্চ স্পিড রয়েছে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একবার ফুল চার্জ হলে আপনি টানা ১১২ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এতে ব্যাটারি রয়েছে ১.৫ কিলোওয়াটের। এটি শহরের পক্ষে অতি আদর্শ।
অ্যাম্পির রিও:
এটি আপনি কিনতে পারেন ৪৯ হাজার ৯৯৯ টাকাতে। এটি দেখতে অনেকটা ভাল। এতে সর্বোচ্চ স্পিড রয়েছে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একবার ফুল চার্জ হলে আপনি টানা ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এতে ব্যাটারি রয়েছে ১.৫ কিলোওয়াটের। এটি শহরের পক্ষে অতি আদর্শ।

ওলা গিগ: এটি আপনি কিনতে পারেন ৪৯ হাজার ৯৯৯ টাকাতে। এটি দেখতে অনেকটা ভাল। এতে সর্বোচ্চ স্পিড রয়েছে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একবার ফুল চার্জ হলে আপনি টানা ১৫৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এতে ব্যাটারি রয়েছে ৩ কিলোওয়াটের। এটি শহরের পক্ষে অতি আদর্শ।
কোমাকি এক্স ওয়ান: এটি আপনি কিনতে পারেন ৩৫ হাজার ৯৯৯ টাকাতে। এটি দেখতে অনেকটা ভাল। এতে সর্বোচ্চ স্পিড রয়েছে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একবার ফুল চার্জ হলে আপনি টানা ১৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এতে ব্যাটারি রয়েছে ৩ কিলোওয়াটের। এটি শহরের পক্ষে অতি আদর্শ।
ওডেসি হাইফাই ইলেকট্রেক স্কুটার: এটি আপনি কিনতে পারেন ৫০ হাজার ৯৯৯ টাকাতে। এটি দেখতে অনেকটা ভাল। এতে সর্বোচ্চ স্পিড রয়েছে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একবার ফুল চার্জ হলে আপনি টানা ১৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এতে ব্যাটারি রয়েছে ৩ কিলোওয়াটের। এটি শহরের পক্ষে অতি আদর্শ।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নিয়ম অনুযায়ী, যেসব ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টা এবং মোটর শক্তি ২৫০ ওয়াট বা তার কম, সেগুলোকে মোটর ভেহিকলের আইনের আওতায় ধরা হয় না। তাই এই গাড়িগুলির জন্য লাইসেন্স, রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স প্রয়োজন হয় না।
আরও পড়ুন: ব্ল্যাক হোল যেন শিশু, মহাকাশে ধরা পড়ল অতিকায় রাক্ষস
যদি এগুলি আপনি কিনে নিতে পারেন তাহলে সেখান থেকে আপনার অফিস যাত্রা হবে একেবারে সুখের। সেখানে কোনও ট্রেন বা বাসের ধাক্কাধাক্কি আপনাকে খেতে হবে না। সেখান থেকে আপনি একেবারে নিজের মতো করে যেতে পারবেন।
যদি মনে করেন আপনি অন্য কাউকে নিয়ে একটি অন্যভাবে সময় কাটাবেন তাহলেও আপনি নিজের এই ইলেকট্রিক স্কুটারকে কাজে লাগাতে পারেন। সেদিক থেকে দেখতে হলে আপনার জীবন হবে একেবারে রঙিন। আপনার কষ্টের দিন অতি সহজেই শেষ হবে।
