আজকাল ওয়েবডেস্ক: আইপিএল এখনও শেষ হয়নি। কিন্তু প্লে অফ থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন থেকেই পরবর্তী লক্ষ্য সেট করে ফেলেছেন কেএল রাহুল। ২০২৬ টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াই লক্ষ্য তাঁর। পরের বছর ভারতে হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। ২০২২ টি-২০ বিশ্বকাপে দেশের জার্সিতে শেষবার খেলেন রাহুল। তারপর সংক্ষিপ্ত ফরম্যাটের‌ দল থেকে বাদ পড়েন। তিনি মনে করেন, দল থেকে বাদ পড়ায় সাদা বলের এই ফরম্যাটে নিজেকে নতুন করে তৈরি করার সুযোগ পেয়েছেন। চলতি বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে সফল রাহুল। দল প্লে অফে না গেলেও, ১৩ ম্যাচে ৫৩৯ রান করেন তারকা ক্রিকেটার। স্ট্রাইক রেট ১৪৯.৭২। ছয় বছরে পাঁচবার ৫০০ রানের বেশি করলেন। দল প্লে অফে না গেলেও, রাহুলের ধারাবাহিকতা নজর কাড়ে। এবার কোনও রাখঢাক না করেই নিজের টার্গেট প্রকাশ্যে আনলেন। 

রাহুল বলেন, 'আমি টি-২০ দলে ফিরতে চাই। আমার মাথায় বিশ্বকাপ ঘুরছে। তবে বর্তমানে আমি যেভাবে খেলছি, সেটা উপভোগ করতে চাই।' জানান, টি-২০ ক্রিকেট পরিবর্তনশীল। তাই নিয়মিত মানিয়ে নেওয়া জরুরি। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি সাদা বলের ম্যাচ নিয়ে ভাবার সময় পেয়েছি। আমি নিজের পারফরম্যান্সে খুশি। তবে ১৫ মাস বা ১২ মাস আগে আমার মনে হয়েছিল, খেলাটা আমাকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে। মনে হয়েছিল, টি-২০ বদলে যাচ্ছে। অনেক বেশি গতিশীল হয়ে যাচ্ছে।' এরপরই নিজের খেলার ধরণ বদলান রাহুল। বর্তমানে যে ছন্দে আছেন, টি-২০ বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। সামনেই ইংল্যান্ড সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দলে আছেন রাহুল। তবে পাখির চোখ টি-২০ বিশ্বকাপ।