আজকাল ওয়েবডেস্ক: জেলার কোর কমিটি নিয়ে অভিষেক ব্যানার্জির মনোভাব প্রকাশ পেতেই জোর তৎপরতা বীরভূমে। কোর কমিটির বৈঠক ডাকতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ নভেম্বর শনিবার বোলপুর দলীয় অফিসে বেলা ৩টেয় এই বৈঠক হতে চলেছে বলে জানিয়েছেন বীরভূমের এক তৃণমূল নেতা। কমিটির বাকি সদস্যদের ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দুর্নীতি সংক্রান্ত মামলায় দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর জেলায় দলের কাজকর্ম চালাতে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন। এই কমিটিই ২০২৪ সালের লোকসভা নির্বাচন দলের তরফে পরিচালনা করে। তৃণমূল নেত্রীর নির্দেশ ছিল সপ্তাহে একদিন করে এই কমিটি বৈঠকে বসবে। কিন্তু জামিনে মুক্ত হয়ে অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসার পর বৈঠক সেভাবে হচ্ছিল না বলেই দলের একটি সূত্র জানায়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, দলের শীর্ষ নেতৃত্ব এই কমিটি রাখবেন না ভেঙে দেবেন। কিন্তু বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মতামত দেওয়ার পরেই বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব বুঝে যান কোর কমিটি থাকছে এবং ভবিষ্যতে এই কমিটিই জেলায় দল পরিচালনা করবে। এরপরেই তৎপরতা শুরু হয় এবং বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর পাশাপাশি প্রশ্নও উঠেছে বৈঠকে অনুব্রত মণ্ডল যোগ দেবেন কিনা।
এবিষয়ে কোর কমিটির এক নেতা বলেন, ‘অবশ্যই তিনি থাকবেন। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি। তাঁকে ছাড়া বৈঠক হবে কী করে?’
