মিল্টন সেন: তৈরি হল কর্মসংস্থানের সুযোগ। প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গের সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। শুক্রবার শ্রীরামপুরে কানেক্টেড উইথ এমপ্লয়ার্স নামে এক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের মূল উদ্দেশ্য হল চাকরিপ্রার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ তৈরি করে দেওয়া। সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
এদিন হুগলির শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে আয়োজিত এই শিবিরে যোগ দিয়েছিলেন প্রায় দুশো চাকরিপ্রার্থী। বিভিন্ন ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ নিয়ে কাজের সুযোগ দেওয়া হয়।
বেশ কয়েকটি নামী বেসরকারি সংস্থা তাদের প্রয়োজন মত প্রার্থী বাছাই করে। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, মহকুমাশাসক শম্ভুদ্বীপ সরকার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন জেলাশাসক জানান, উৎকর্ষ বাংলা এবং আইটিআই থেকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা কানেক্টেড উইথ এপ্লয়ার্সে যোগ দিয়েছেন। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সংস্থা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছে। পরীক্ষায় সফল।হলেই মিলছে চাকরির সুযোগ।
ফুড, অটোমোবাইল, এইচআর ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন সংস্থা এসেছে। স্কিল অনুযায়ী প্রার্থীদের বাছাই করা হবে চাকরি প্রার্থীদের অনেকের বক্তব্য, সরকারি চাকরির চেষ্টা করছেন তাঁরা। বাড়িতে বসে না থেকে অভিজ্ঞতা বাড়ানোর জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিও করবেন।
ছবি: পার্থ রাহা
