আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে জারি রয়েছে বৃষ্টি। সপ্তাহান্তেও চলবে দুর্ভোগ। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

 

 

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই।

 

 

তবে শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে শহরজুড়ে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।