আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস মতোই শুক্র সকাল থেকে মুখ ভার আকাশের। দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সঙ্গে বজ্রপাত। মাঝারি থেকে ভারী বৃষ্টির মাঝেই দিনভর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
যদিও এই প্রবল বর্ষণ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি। একই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস।
শুক্রবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে শনি এবং রবিবার। শনিবার ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, দুই মেদিনীপুরে। এর কারণ হিসেবে জানানো হয়েছে নিম্নচাপের অবস্থানের কথা। বাংলাদেশ থেকে নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় বাংলার উপর দিয়ে যাবে। জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফল হিসেবে, উত্তাল হতে পারে সমুদ্র। ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এই কারণে আগামী দু' দিন, অর্থাৎ শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছিলেন আগেই, তাঁদের শুক্রবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে বৃষ্টি ভাল পরিমাণেই হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ বৃষ্টির পর, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-এ। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, বিহার, ঝাড়খণ্ডে।
