আজকাল ওয়েবডেস্ক: অজানা জ্বরের থাবা মালদার সীমান্তবর্তী গ্রামে। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের অধিকাংশ বাসিন্দা। অবস্থা এমনই যে হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে কলাইবাড়ি গ্রামে কোন্ পরিবারটি এই জ্বরের থেকে আক্রান্ত হয়নি তা খুঁজতে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। ভাইরাস না অন্য কিছুর প্রভাবে এই জ্বর হচ্ছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, গত তিন মাস ধরে এই অজানা জ্বরে (unknown fever) আক্রান্ত হচ্ছেন এই গ্রামের একটার পর একটা পরিবার। কলাইবাড়ির সরকার পাড়া, তালুকদার পাড়া, চৌধুরী পাড়া ও ধানুক পাড়ায় এই জ্বরের প্রকোপ বেশি। এই জ্বর ডেঙ্গি না ম্যালেরিয়ার থেকে হচ্ছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। জ্বরের লক্ষণ নিয়ে বলতে গিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে, এক বা দু'দিন জ্বর থাকছে। তারপর শরীরে হচ্ছে যন্ত্রণা। হাত ও পায়ের ব্যাথায় কাবু হয়ে পড়ছেন রোগী। রোগ চিহ্নিত করতে ইতিমধ্যেই এলাকা থেকে প্রায় ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর। পাঠানো হয়েছে ল্যাব টেস্টের জন্য।
খোঁজখবর নিতে ইতিমধ্যেই এলাকায় গিয়েছেন হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ সুদীপ্ত ভাদুড়ি জানান, 'আপাতত রোগের লক্ষণ দেখে মনে হচ্ছে এটা চিকনগুনিয়া। রোগীদের থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং পাশাপাশি পাঠানো হচ্ছে মেডিক্যাল টিম। পরিস্থিতির ওপর চালানো হচ্ছে নজরদারি।'
