আজকাল ওয়েবডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জঙ্গলপুর এলাকায়। আহত দুই পরীক্ষার্থী গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী একটি বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রাজিবপুর উচ্চ বিদ্যালয়ে। জঙ্গলপুর কাঠমিল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এই ঘটনায় আহত হন দুই মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর আহত হন তাদের বাইক চালক। 

তড়িঘড়ি স্থানীয়রা তাদের অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে বাইক চালকের অবস্থার অবনতি হলে তাঁকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসে অশোকনগর থানার পুলিশ।  প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীর হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে তারা।