আজকাল ওয়েবডেস্ক: মোবাইলে গেম খেলছিলেন দুজনে। আচমকা হামলা। এলোপাথাড়ি কোপে প্রাণ গেল একজনের। মারাত্মক জখম আরও এক।

 

ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত রসপুঞ্জ নায়াবাদে। শনিবার রাত্রি এগারোটা নাগাদ রাহুল নস্কর, সৌরভ ঘোষ দু জনে মোবাইল নিয়ে গেম খেলছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, হঠাৎই পিছন থেকে গোবিন্দ নস্কর(৩৫) নামে নওবাদ সরদার পাড়ার এক বাসিন্দা ধারল অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপ মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাহুল নস্কর । সৌরভের হাতে ধারালো অস্ত্রের কোপ লাগলেও সে প্রাণে বেঁচে যায়। রাহুল নস্করের মাথায় এলোপাথাড়ি অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

 

 

 রাহুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে গোবিন্দ সরদারকে আটক করে পুলিশ । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর থানার পুলিশ।

 

 

আহত সৌরভ ঘোষ জানান, 'সন্ধেবেলা আমরা বসে মোবাইলে গেম খেলছিলাম সেই সময় গোবিন্দ হঠাৎই আক্রমণ করে আমার হাতে কাটারির কোপ মারতেই আমি লাফ দিয়ে পালিয়ে যাই । কিন্তু রাহুলের মাথায় পরপর কোপ মারতে থাকে। ওখানেই লুটিয়ে পড়ে রাহুল। পুরনো শত্রুতা ছিল রাহুল ও গোবিন্দর মধ্যে সেই জন্যই এই হামলা। '

 

রাহুলের বাবা রামপ্রসাদ নস্কর বলেন, ' ছেলে একটি ক্যাপ কোম্পানিতে কাজ করে, গতকাল তার বন্ধু মদ খাওয়ার জন্য ডাকছিল কিন্তু শরীর খারাপ বলে খেতে যেতে চায়নি। রাস্তার পাশে মোবাইল ঘাট ছিল তখনই গোবিন্দ এসে তাকে কোপ মারে। তার কঠোর শাস্তির দাবি করেন তিনি।'

 

 

পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতারদের এই কুপিয়ে খুন। গত বছরে হোলির সময় রাহুল ও গোবিন্দর মধ্যে সংঘর্ষ হয়েছিল সেই থেকেই দু' জন দুজনের শত্রু গতকাল রাতে গোবিন্দ রাহুলের উপরে হামলা চালায় বলে অভিযোগ অভিযুক্তকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।