অতীশ সেন: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে একই দিনে উদ্ধার দুটি হাতির মৃতদেহ। শুক্রবার সকালে রায়মাটাং চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির দেহ উদ্ধার হয়। খানিক পরেই কালচিনি চা বাগান থেকে আরও একটি 'সাব-অ্যাডাল্ট' হাতির মৃতদেহ উদ্ধার হয়। রহস্যজনক ভাবে দুটি হাতির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত্যুর কারণ জানতে বনদপ্তরের পক্ষ থেকে দুটি দেহেরই ময়নাতদন্ত করা হচ্ছে।
জানা গিয়েছে, কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের শ্রমিকেরা এদিন সকালে বাগানের ৫ নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা ছুটে আসেন। প্রাথমিক অনুমান, অন্তত এক দিন আগে পূর্ণবয়স্ক স্ত্রী হাতিটির মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পরই জানান যায় কালচিনি চা বাগানেও আরও একটি হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে।
কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুক্কনবাড়ির ৫ নম্বর সেকশনে অপ্রাপ্তবয়স্ক আরেকটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শাবকটির দেহে পচন শুরু হয়ে গিয়েছিল। ফলে মনে করা হচ্ছে, কয়েকদিন আগে এই অপ্রাপ্তবয়স্ক হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। কীভাবে দুটি হাতির মৃত্যু ঘটল তা খতিয়ে দেখছে বনদপ্তর।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের এ.ডি.এফ.ও নবীকান্ত ঝা জানান, হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহগুলি ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
