আজকাল ওয়েবডেস্ক: শীতের রাতে আগুন পোহাতে গিয়ে ঘটে গেল ভয়ানক বিপত্তি। আগুনে পুড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত নগর এলাকায়। মৃতের নাম মিনারুল বিবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে নিজের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে গা-হাত-পা গরম করছিলেন ওই মহিলা। কিন্তু অসাবধানতাবশত তাঁর গায়ে থাকা চাদরে আগুন লেগে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর পুরো শরীরে। গায়ে আগুন লেগে যেতেই তিনি চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা। গত দু'দিন চিকিৎসার পর শুক্রবার মৃত্যু হয় মিনারুল বিবি। সূত্রের খবর, মৃত মিনারুল বিবি নিজের অসুস্থ মাকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। হাসপাতাল সূত্রের খবর, দেহের ৮০-৯০ শতাংশ পুড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে তাঁর।
মিনারুল বিবির এক প্রতিবেশী মুকুলেশ্বর মোমিন জানান, "গত মঙ্গলবার রাতে আগুন পোহানোর জন্য তিনি বাড়ির সামনেই কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালিয়েছিলেন। সেখানে প্রথমে আগুন না জ্বলায় তিনি তার মধ্যে কিছুটা কেরোসিন ঢালেন। তখনই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং তাঁর গায়ের চাদরে আগুন লেগে যায়।"
তিনি আরও বলেন, "চাদর থেকে মিনারুল বিবির শরীরে আগুন ধরে গেলে তিনি চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আমরা আশেপাশের লোকজন ছুটে যাই এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।"
অন্যদিকে অপর একটি ঘটনায় শীতের রাতে আগুন জ্বালিয়ে খড়ের গাদা পাহারা দেওয়ার সময় সেই গাদায় আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে খড়গ্রাম থানার কান্দ্রা এলাকায়। মৃত ব্যক্তির নাম সুবল মাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের মধ্যে খড়ের গাদা পাহারা দিচ্ছিলেন সুবলবাবু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়ায় সুবলবাবু নিজের আশেপাশে আগুন জ্বালিয়ে নিয়েছিলেন এবং তারপর সেখানে ঘুমিয়ে পড়েন। সূত্রের খবর, হাওয়ার দাপটের সেই আগুন থেকে কোনওভাবে খড়ের গাদায় আগুন লেগে যায়।
গ্রামের লোকেরা দাউদাউ করে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে জল দিয়ে তা নেভাতে শুরু করেন। কিন্তু সেই সময় কেউ লক্ষ্য করেনি সুবলবাবু আগুনে পুড়ে গিয়েছেন। পরবর্তীকালে তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরা গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। চিকিৎসা চলাকালীন শুক্রবার সুবলবাবুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
