আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের গণ্ডি পেরিয়ে আবারও দেশের মধ্যে টেকনো স্কুলের পড়ুয়ার জয়জয়কার। এবার ন্যাশনাল সায়েন্স সেমিনারে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ির পড়ুয়া রাজদীপ চন্দ। 

২৬ নভেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সায়েন্স সেমিনার ২০২৪। মুম্বইয়ের নেহরু সায়েন্স স্টেডিয়ামে এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন রাজদীপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা ও এর প্রভাব নিয়ে প্রেজেন্টেশন জমা দেন রাজদীপ। প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপের শিরোপা জিতেছেন তিনি। সেমিনারে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন রাজদীপ। তাঁর হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো ও সার্টিফিকেট।  

২০১৩ সালে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ির পথচলা শুরু হয়। শহরের প্রথম কয়েকটি স্কুলের মধ্যে এটিতেওও সিবিএসই পঠনপাঠন শুরু হয়।টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলো এবং অন্যান্য দিকেও নজর দেওয়া হয়। পড়ুয়াদের স্বপ্নপূরণে দৃঢ় প্রতিজ্ঞ এই স্কুল। সেই স্কুলের পড়ুয়াই এবার রাজ্যের গণ্ডি পার করে জাতীয় স্তরে বিশেষ সম্মাননায় ভূষিত হল।