অতীশ সেন, ডুয়ার্স: নাগরাকাটায় চিতাবাঘের হামলায় জখম হলেন তিনজন। চলন্ত বাইকের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। হামলায় আহত হন মা ও ছেলে। ঘটনার পরপরই পথচলতি আরও এক আরেক সাইকেল আরোহীকেও চিতাবাঘটি আক্রমণ করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যাবেলা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের কলাবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, নাগরাকাটা ব্লকের বানারহাট থানা এলাকার কলাবাড়ির ব্যাঙ্কের কাজ সেরে চা বাগানের রাস্তা দিয়ে বাইক চালিয়ে নাগরাকাটার খেরকাটায় ফিরছিলেন রহমান আলি(৩৪)। বাইকের পেছনে সওয়ার ছিলেন তাঁর মা রহিমা খাতুন (৫০)। তখন পড়ন্ত সন্ধেবেলা। কলাবাড়ি চা বাগানের ৮ নম্বর সেকশন সংলগ্ন এলাকায় রাস্তার পাশের ঝোঁপ থেকে অতর্কিতে তাঁদের বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ।
চিতাবাঘের হামলায় দু'জনই জখম হন। এই ঘটনার কিছু সময় পরেই ওই রাস্তা দিয়েই কলাবাড়ি চা বাগানের চৌকিদার অঞ্জিত ওরাওঁ সাইকেলে চেপে বাঁধ লাইনে ফিরছিলেন। তাঁর সাইকেলেও বসেছিলেন আরেকজন। ওই এলাকাতে তিনি পৌঁছতেই অঞ্জিতের উপরেও চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে তাঁর হাতে কামড় বসিয়ে দেয়। স্থানীয়রা উদ্ধার করে তিন জনকেই নাগরাকাটার সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। আঘাত গুরুতর থাকায় রহিমা খাতুন'কে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অঞ্জিতকেও অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক শচীন চৌধুরী জানান।
বিগত কয়েক মাসে কলাবাড়ি এলাকায় চিতাবাঘের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এদিনের ঘটনার পর এলাকায় চিতাবাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা এলাকায় গিয়েছেন। এলাকায় ঘুরে বেড়ানো চিতাবাঘটিকে বন্দি করার জন্য খাঁচা পাতা হবে বলে জানা গিয়েছে।
