আজকাল ওয়েবডেস্ক: দুই প্রতিবেশীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড আসানসোলে। বন্দুক হাতে দাপিয়ে বেড়াল এক প্রতিবেশী। শুক্রবার কুলটি থানার শীতলপুর চার নম্বর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। তবে বন্দুকটি এখনও উদ্ধার করা যায়নি। যার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, শীতলপুরের পাশাপাশি বসবাসকারী এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। শুক্রবার ফের নতুন করে আবার তাদের মধ্যে বিবাদ শুরু হলে তৈরি হয় উত্তেজনা। উত্তেজনার বশে লাঠি নিয়ে চড়াও হয় একদল আরেক দলের বিরুদ্ধে। একপক্ষ আচমকাই বন্দুক হাতে তেড়ে যায় আরেক পক্ষের দিকে। প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে একজনকে ঘুরতে দেখে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অভিযোগ, বন্দুক হাতে ওই ব্যক্তি রীতিমতো শাসাতে থাকে তার প্রতিপক্ষকে।
এরইমধ্যে স্থানীয় একজন পুলিশকে জানালে স্থানীয় সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ চলে আসে। পুলিশ দেখে ওই ব্যক্তি বন্দুকটি লুকিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। তবে বন্দুকটির খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। কিছুটা দূরে ধানক্ষেত এবং অভিযুক্ত বন্দুকটি সেই ধানক্ষেতে ফেলে দিয়েছে বলে জানা গিয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররা জানিয়েছেন, বন্দুকটি খোঁজ করা হচ্ছে।
