আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের পথে। সেখান থেকে ক্রমশ তা ক্রমশ তা ছত্তিশগড়ে ও মধ্যপ্রদেশের দিকে ঘুরে যাবে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুধুমাত্র বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

গত কয়েকদিন নিম্নচাপের কারণে মেঘলা আকাশ থাকার পাশাপাশি টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে, তাপমাত্রার পারদও নেমেছে নিচের দিকে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ নিচে নেমে গিয়েছিল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি না হওয়ায় ফের ওপরের দিকে উঠবে পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ থাকবে গোটা বাংলা জুড়ে।

 

উত্তরবঙ্গের দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাও তুলে নেওয়া হয়েছে। শহর কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।