আজকাল ওয়েবডেস্ক: মূক ও বধির মহিলাকে ধর্ষণ। পথে নেমে প্রতিবাদ জানালেন বিশেষভাবে সক্ষমরা। দাবি করলেন অপরাধীর দ্রুত শাস্তির।  

 গত ২৯ অক্টোবর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানা এলাকায় বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই মহিলা তাঁর মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। তিনি মূক ও বধির। ঘটনার দিন তিনি দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তিনি না ফেরায় তাঁর বাড়ির লোক তাঁকে খুঁজতে বেরন। এদিক ওদিক খুঁজে প্রথমে তাঁকে পাননি তাঁরা। 

এরপর একটি ঝোপের ধারে গিয়ে তাঁরা মহিলার খোঁজ পান। খবর পেয়ে পুলিশ এসে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে আছে।‌ সোমবার বিকেলে রাজ্য প্রতীবন্ধী সম্মিলনীর সদস্যরা ওই গ্রামে যান। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। এলাকায় পৌঁছে বিশেষভাবে সক্ষমরা বিক্ষোভ দেখান। দাবি করেন, দ্রুত অপরাধীকে শাস্তি দিতে হবে। কান্তি গাঙ্গুলী জানান, পরিবারটির সঙ্গে তাঁরা দেখা করে পাশে থাকার আশ্বাসের সঙ্গে আইনি সহায়তা করবেন বলে জানিয়েছেন।