আজকাল ওয়েবডেস্ক: মগরাহাটে বাড়ির পেয়ারা বাগান থেকে একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মৌখালি এলাকায়। মৃত একই পরিবারের ৩ সদস্য। মৃতেরা হলেন, জগদীশ বিশ্বাস(৫৪), শান্তি বিশ্বাস ও তাঁদের ছেলে প্রমত্ত বিশ্বাস (২৭)। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ধামুয়া উত্তর গ্রাম পঞ্চায়েত এলাকার মৌখালিতে নিজেদের পেয়ারা বাগানে একই পরিবারের বাবা-মা ও ছেলের দেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ তিনটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

 

পুলিশের প্রাথমিক অনুমান, বাগানে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে পরিবারের তিনজনের। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।