মিল্টন সেন, হুগলি: মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়। এরপরই হুগলি জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, তৃণমূল, সিপিআইএম ফরয়ার্ড ব্লক, কংগ্রেস, সহ বিভিন্ন দলের জেলার নেতৃত্ব। বৈঠক শেষে সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের হাতে হুগলির ১৮টি বিধানসভার খসড়া তালিকার সফট কপি পেন ড্রাইভে তুলে দেওয়া হয়। চুঁচুড়া, চন্দননগর, সপ্তগ্রাম ও গোঘাট বিধানসভার ভোটার তালিকার হার্ডকপি তুলে দেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুন ভট্টাচার্য।বাকি বিধানসভার তালিকার হার্ড কপি এখনও ছাপানো হয়নি। তাই পরে দেওয়া হবে বলেই খবর।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই তালিকায় যতক্ষণ আমরা বুথ স্থরে রিপোর্ট না পাচ্ছি, ততক্ষণ আমরা সন্তষ্ট হতে পারছি না। বৈধ ভোটারদের নাম থাকা যতটা দরকারি ঠিক ততটাই অবৈধ ভোটার চিহ্নিত করে বাদ দেওয়া জরুরি। শুনানি একেবারে নিরপেক্ষ জায়গায় হতে হবে।
তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ রায় বলেন, আমরা বেশ কিছু সমস্যার কথা জানিয়েছি। হেয়ারিং ভেন্যুগুলো যাতে অন্তত সাত দিন আগে জানানো হয়। প্রত্যেক ভোটার যাতে জানতে পারে যে কোন কোন নথি তাদের হেয়ারিংয়ে নিয়ে যেতে হবে।
সিপিআইএমের রাজ্য কমিটি সদস্য মনোদীপ ঘোষ বলেন, সবে খসড়া তালিকা বেরিয়েছে। এটা নিয়ে চর্চা করতে হবে তারপর বোঝা যাবে কোথাও গলদ আছে কিনা। বুধবার বা বৃহস্পতিবার পুরো তালিকার হার্ড কপি হাতে পাওয়া যাবে। হুগলি জেলায় ৩ লাখ ১৮ হাজার নাম বাদ গেছে। এখন দেখার কতজনকে শুনানিতে ডাকা হয়।
ceowestbengal.wb.gov.in/asd_sir
মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম অনলাইনে দেখে নিতে পারছেন ভোটাররা। পাশাপাশি নিজের এলাকার বিএলও, বিএলএ-দের কাছে গিয়েই খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা দেখা যাচ্ছে। বিভিন্ন বিডিও অফিসেও খসড়া ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়েও ভোটাররা নিজেদের নাম রয়েছেন কিনা দেখে নিচ্ছেন।
