আজকাল ওয়েবডেস্ক: রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চার পাতার চিঠিতে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যকে পুরোপুরি অন্ধকারে রেখে জল ছেড়েছে ডিভিসি। যার জেরে ভেসে গিয়েছে একাধিক জেলা। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ।
চিঠিতে মমতা লিখেছেন, ডিভিসির কমিটিতে বাংলার প্রতিনিধিও রয়েছেন। জল ছাড়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক নিয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়েছে। রাজ্যের কোনও অনুমোদন ছাড়াই জল ছাড়া হয়েছে ডিভিসির তরফে। বেশ কয়েক দফায় জল ছাড়া হয়েছে। যার আদৌ কোনও অনুমতি দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে।
মমতার দাবি, বিপুল পরিমাণ জল ছাড়া না হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা দেখা দিতই না। তিনি আগেই এই বন্যাকে ম্যান মেড বন্যা বলে দাবি করেছেন। বন্যা কবলিত এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবারের পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রতিনিধি থাকা সত্ত্বেও তাঁদের না জানিয়ে জল ছাড়া হচ্ছে।
তাঁদের ইস্তফা দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, এর আগেও একবার বন্যার কথা জানিয়ে মোদিকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী মমতাকে চিঠি পাঠান। তার উত্তরেই এদিন ফের চিঠি দিলেন মমতা।
