আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতি সন্ধেয় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। প্রবল ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। একাধিক জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। মারা গিয়েছেন অন্তত তিনজন। যদিও প্রবল বৃষ্টিতে তাপমাত্রা নেমেছে অনেকটাই।
হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। পূর্বাভাস রবিবার অবধি তো বটেই, দক্ষিণের বেশ কিছু জেলায় আগামী বুধবার অবধি বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে দমকা হাওয়াও। এই ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। শনিবার কলকাতা–সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। এছাড়া কয়েকটি জেলায় হাওয়ার গতি ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে মূলত শুকনো আবহাওয়া থাকবে গাঙ্গেয় বঙ্গে। সেই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং–এই সব জেলাতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতিও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত।
মূলত দক্ষিণবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম।
