অরিন্দম মুখার্জি: আরজি কর হাসপাতালের ঘটনায় রাজ্যজুড়ে চলছে অস্থিরতা। চলছে একের পর এক প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ। তারই মধ্যে একটুকরো শান্তির জন্য পুরুলিয়ায় ক্রিকেট ম্যাচের আয়োজন করল সাংবাদিক একাদশ এবং পুলিশ সুপার একাদশ।

 

 

 

পুরুলিয়ার আরশা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয় এদিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে ১৪০ রান করে পুলিশ সুপার একাদশ। প্রথম একাদশে ছিলেন খোদ পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। রান তাড়া করতে নেমে ১১১ রান করে সাংবাদিকরা।

 

 

 

২৯ রানে জয় পান পুলিশরা। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিত মাহাতো এবং পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।