আজকাল ওয়েবডেস্ক:‌ ডায়মন্ড হারবার ‘‌মডেল’‌ এবার বারাকপুরে। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে সেখানে শুরু হতে চলেছে সেবাশ্রয় প্রকল্প। স্বয়ং সাংসদ এই খবর জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ‘‌মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত ডায়মন্ড হারবার লোকসভায় সেবাশ্রয় ২ এর ক্যাম্প পরিদর্শন করলাম। আগামী দিনে ব্যারাকপুর লোকসভায়ও হতে চলেছে সেবাশ্রয়।’‌


প্রসঙ্গত, অভিষেকের ‘‌সেবাশ্রয়’‌ এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। বছরের শুরুতেই এই প্রকল্প শুরু হয়েছিল। প্রথম ধাপে ৭৫ দিন ধরে এই প্রকল্প চলেছে। নিজের কেন্দ্রে বিধানসভা এলাকা ধরে ধরে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথম ধাপে সেবাশ্রয় থেকে ১২ লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। জটিল স্নায়ুর রোগ থেকে শুরু করে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার– সমস্ত রকম রোগের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন সাংসদ। দূর দূর থেকে ‘সেবাশ্রয়ে’ এসেছেন মানুষ। ভিনরাজ্য থেকে আসা মানুষের সংখ্যাও কম ছিল না।


তখনই জানা গিয়েছিল ‘সেবাশ্রয়’ ক্যাম্পে প্রথম দফায় ৭৫ দিনে পরিষেবা পেয়েছিলেন মোট ১২ লক্ষ ৩৫ হাজার ৭৭৩ জন। এই ৭৫ দিনের মধ্যে ৭০ দিন সাধারণ ক্যাম্প এবং পাঁচ দিন মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ২ জানুয়ারি থেকে ‘সেবাশ্রয়’ শুরু করেছিলেন অভিষেক।


জানা গিয়েছিল ‘সেবাশ্রয়’ ক্যাম্পে অনেক রোগীকে কানের যন্ত্র দেওয়া হয়েছে। ছানির অস্ত্রোপচার এবং বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে অনেককে। একাধিক শারীরিক পরীক্ষা এই ক্যাম্পে করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এমনকী গঙ্গাসাগর মেলা চলাকালীন ভিনরাজ্যের অনেক পুণ্যার্থীও ‘সেবাশ্রয়’ ক্যাম্প থেকে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। চিকিৎসা হয়েছে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকদেরও। সেই মডেলই এবার শুরু হতে চলেছে বারাকপুরে।