আজকাল ওয়েবডেস্ক:‌ গরু পাচার মামলায় বাবা ও মেয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। কিছুদিন আগেই জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। শুক্রবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। শীঘ্রই জেল থেকে মুক্তি পাবেন তিনি। হয়ত শনিবারই জেল জীবন থেকে মুক্তি মিলতে পারে অনুব্রতর। 
এই খবর ছড়িয়ে পড়তেই বোলপুরের নিচুপট্টি এলাকায় অবস্থিত অনুব্রতর বাড়িতে এখন জোরকদমে চলছে পরিষ্কারের কাজ এবং রঙের কাজ। 

প্রিয় নেতার বাড়ির সামনে ও ভিতরে সকাল থেকেই একদল কর্মী কাজ করছেন। বাড়ির বাগান পরিষ্কার করা হচ্ছে। নতুন করে রঙ করা হচ্ছে বাড়ির দেওয়ালে। 

প্রতিবেশী থেকে দলীয় নেতারা অনুব্রতর বাড়ি ফেরার অপেক্ষা করছেন। অনুব্রত ঘনিষ্ঠরা কাজের তদারকি করছেন। তাদের মতে, খুব শীঘ্রই বাবা–মেয়ে দুজনেই বোলপুরের এই বাড়িতে ফিরবেন। 


প্রসঙ্গত, মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পান অনুব্রত। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট গরু পাচার মামলায় জামিন দেয় তৃণমূল নেতাকে। এর আগেই তাঁকে জামিন দিয়েছিল সিবিআই। এদিন দিল্লির আদালত ইডির মামলায় জামিন দিল তাঁকে। ১০ লক্ষ টাকার বণ্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। ১১ আগস্ট, ২০২২, গরুপাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বীরভূমের তৃণমূল নেতাকে। এর আগে , ১০ সেপ্টেম্বর ১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পান অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। তিনি ১৬ মাস জেলবন্দি ছিলেন। আর দু’‌বছর পর জেলমুক্তি ঘটতে চলেছে অনুব্রতর।