আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ। শনিবার সকালে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত বোয়ালিয়া অঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত ঘোষ (৫০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রামে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও সুশান্ত দুধ দোয়াতে বোয়ালিয়ায় আসেন। সেখানে ঝুলন্ত অবস্থায় থাকা একটি ছেঁড়া বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকেরা তাঁকে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। ওই তারে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে নিকটবর্তী লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন। 

 

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।কীভাবে ওই অঞ্চলে বিদ্যুৎবাহী তারটি ঝুলন্ত অবস্থায় ছিল, তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা। 'ডানা'র রেশ কাটতে না কাটতে পরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।