আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে স্কুলে দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মায়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুরের কোদালিয়া শখের বাজারে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

 

 

জানা গিয়েছে, মৃতার নাম পিয়ালী গায়েন। তিনি সোনারপুর থানার সুভাষগ্রামের নাথ পাড়ার বাসিন্দা। সোমবার সকালে সন্তানকে স্কুলে দিয়ে ফিরছিলেন তিনি। দোকানে কাজ করেন ওই মহিলা। সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেখানেই। যাওয়ার পথে জানকি নাথ বসু রোডে ঘটে দুর্ঘটনা। 

 

 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে সাইকেলটিতে। ধাক্কায় মহিলা রাস্তার উপরে পড়ে যান, তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এলাকাবাসীর আরও অভিযোগ রাস্তার উপর লাইটের লাগানোর জন্য গেট বানানো হয়েছিল। ফলে রাস্তা খুব সরু হয়ে গিয়েছিল। তাতেই ঘটে দুর্ঘটনা। 

 

 

 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ এই রাস্তা বন্ধ থাকে। অবশেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।