মিল্টন সেন, হুগলি,২২ জুলাই: সম্প্রতি পুরসভার তরফে খাল সংস্কারের পাশাপাশি ডানকুনি শহরকে দূষণ মুক্ত করার উদ্যোগ। চলতি মাসে পরিবেশ আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে শতাধিক খাটাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হল। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক পুলিশ নিরাপত্তার মধ্যে শুরু হয় খাটাল উৎখাতের কাজ।
ডানকুনি পুরসভার তরফে বেঁধে দেওয়া নোটিশের এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর শুরু হয় অবৈধ খাটাল উচ্ছেদ অভিযান। জানা গিয়েছে, এদিন মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে নোটিসের সময়সীমা শেষ হয়েছে। তাঁর পরই শুরু হবে অবৈধ খাটাল ভাঙ্গা অভিযান।
খবর অনুযায়ী, পুরসভার আধিকারিক ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী সহ বেশ কয়েকটি আর্থ মুভার পৌঁছে যায় খাটাল চত্ত্বরে। এক বছর আগেই কয়েক কোটি টাকা খরচা করে ডানকুনি খাল সংস্কারের কাজ করে রাজ্য সেচদপ্তর। কিন্তু খাল সংলগ্ন অবৈধ খাটালের থেকে নির্গত বর্জ্যে পুনরায় বন্ধ হয়ে যায় খাল। ঘটনার জেরে বর্ষার জলে জলমগ্ন হয় ডানকুনি পুরসভার বিস্তীর্ণ এলাকা। সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন আগেই প্রত্যেকটি খাটালের বাইরে নোটিশ সাঁটিয়ে অবৈধ ভুগর্ভস্থ জলের লাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে। একইসঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় খাটালের বিদ্যুৎ সংযোগ।
আরও পড়ুনঃ 'ভালোবাসতাম বলে মারতাম', বিদেশের মাটিতে কেরালার যুবতী খুন, স্বামীর চাঞ্চল্যকর স্বীকারক্তি

প্রাণী সম্পদ দপ্তরের প্রায় একশ জন পশু চিকিৎসক খাটালে থাকা প্রত্যেকটি গরু, মোষ, ছাগল এর পরিসংখ্যান করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করে। তারপর এদিন সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে পুরসভা কর্মীরা৷
সম্প্রতি ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল চলতি জুলাই মাসের মধ্যেই সমস্ত অবৈধ খাটাল উচ্ছেদ করার নির্দেশ দেয়। নির্দেশ দেয় ডানকুনি পুরসভা এবং চন্দননগর কমিশনারের অধিন ডানকুনি থানাকে। কিন্তু খাটাল মালিকরা খাটাল খালি করার কোনও উদ্যোগ না দেখানোয় প্রশাসনের তরফে এদিন খাটাল ভাঙ্গার কাজ শুরু হয়।
খবর অনুযায়ী, এই খাটাল গুলি থেকে মূলত ডানকুনি এবং সংলগ্ন কলকাতার বিভিন্ন অঞ্চলে দুধ সরবরাহ করা হতো। উচ্ছেদ প্রক্রিয়ার ফলে সাময়িক দুধের ঘাটতি হলেও হতে পারে। অপরদিকে খাটাল মালিকের অভিযোগ কয়েক পুরুষ ধরে তাঁরা ওই অঞ্চলে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য করছে।

খাটাল উচ্ছেদ হওয়ার জেরে কয়েকশো গবাদি প্রাণীকে নিয়ে এখন তাঁরা কোথায় যাবে তা বুঝে উঠতে পারছেন না। এই প্রসঙ্গে, ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা সাবনম বলেছেন, খাটাল গুলির নিষ্কাশিত বর্জ্যে ডানকুনি খাল বুজে গিয়েছে। আদালতের নির্দেশ মাফিক প্রথমে মাইকিং করা হয়েছে। ঘটনার দিন থেকে সেগুলিকে ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী দিনে ডানকুনির শহরবাসীকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারবে পুরসভা।
আরও পড়ুনঃ 'আমি মারাঠিতে কথা বলব না!' মুম্বাইয়ে ফের ' হিন্দি-মারাঠি ' বিবাদ তুঙ্গে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল
ছবি পার্থ রাহা।
