আজকাল ওয়েবডেস্ক: ভাগ্নিকে ধর্ষণ মামার৷ দিনের পর দিন চলেছে ধর্ষণ৷ সত্যি কথা কাউকে জানালে পরিণাম ভালো হবে না বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতনের প্রায় দু মাস পর নির্যাতিতা অবশেষে পরিবারকে বিষয়টি জানায়৷ পরিবার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়৷ অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটে বনগাঁ থানা এলাকায়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৯ অক্টোবর কিশোরী তার মামারবাড়িতে গিয়েছিল৷ সেই সময় বাড়িতে কেউ ছিলেন না৷ সুযোগ বুঝে অভিযুক্ত তার ভাগ্নিকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তের বয়স ১৮ বছর৷ শুধু তাই নয়, এই কথা কাউকে না জানানোর হুমকি পর্যন্ত দেয় অভিযুক্ত তরুণ। সেই ভয়ে দিনের পর দিন বাড়িতে কিছু জানাতে পারেনি কিশোরী৷ অবশেষে ঘটনার প্রায় দু মাস পর মুখ খোলে কিশোরী। সবটা শুনে নির্যাতিতার পরিবার বুধবার বনগাঁ থানায় অভিযুক্ত মামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, আজ অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, অভিযুক্তের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে৷ বর্তমানে কিশোরীর মেডিক্যাল পরীক্ষা হবে৷! অভিযুক্তকে জেরা করে এর মূলে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছেও পরিবারের সদস্যদেরও। দ্রুত পুরো ঘটনার ফয়সালা করতে চাইছে পুলিশ৷
অন্যদিকে, ভোর বেলা নগর সংকীর্তনে বেরিয়ে চরম পরিণতি বৃদ্ধার। মাঝরাস্তায় অসুস্থ বোধ করছিলেন। সেই কারণে তাঁকে পাশে রাখা একটি জেনারেটর ভ্যানে বসানো হয়৷ এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা। আচমকা জেনারেটরের চাকায় বৃদ্ধার চুল আটকে ছিন্নভিন্ন হয়ে যায় মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ বুধবার এই ঘটনা ঘটেছে বনগাঁর থানা এলাকায়৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কাননবালা দে। বয়স ৭০ বছর৷ খবর অনুযায়ী, কাননবালা দেবী বুধবার সকালে একটি নগরকীর্ত্তন দলের সঙ্গে নগরযাত্রায় বেরিয়েছিলেন৷ তাঁর সঙ্গে তার আরও অনেক পরিচিতেরা ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে নগরকীর্ত্তনে গিয়ে পরিক্রমার সময় হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন বৃদ্ধা। নগর পরিক্রমা দলের সঙ্গে একটি জেনারেটর ভ্যান ছিল। বৃদ্ধা অসুস্থ বোধ করায় তাঁকে সেখানে বসানো হয়। সেই সময় অসাবধানতাবশত তাঁর চুল জড়িয়ে যায় ভ্যানের চাকায়৷
মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় মাথা। তাঁর চিৎকার শুনে জেনারেটর বন্ধ করতে যান উপস্থিত সকলে। কিন্তু ততক্ষণে সব শেষ৷ এরপর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷ নগর পরিক্রমা দলে উপস্থিত অনেকেই এই দৃশ্য দেখে শিউরে ওঠে৷ ভীত সন্ত্রস্ত সকলে৷ বৃদ্ধার চরম পরিণতিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসছে৷
