আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সাতসকালে হাড়হিম করা ঘটনা রায়দিঘিতে। চায়ের দোকানে এক ব্যক্তিকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। এদিন সকালে ঘটনাটি ঘটে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে। পুলিশ সূত্রে খবর, নিহত শেখ বাহাদুর স্থানীয় মহম্মদ নগরের বাসিন্দা। সকাল সাড়ে সাতটা নাগাদ বোলের বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি। আচমকা পিছন থেকে এক দুষ্কৃতী মাথার পিছনে এবং ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। ঘটনার পরই দুষ্কৃতী শাহাদত শেখকে দৌড়ে পালাতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি বাহাদুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা লেনদেনের জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই, পুলিশের তরফে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে দুষ্কৃতীদেরও।
