আজকাল ওয়েবডেস্ক: কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, এক প্রতিবেশী কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত বোরা কালীতলা এলাকায়৷ ঠিক কী কারণে এই নৃশংস আক্রমন করে ওই যুবক, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের পরিবারের দাবি, তাদের ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। এমনকী তাকে তিন বার রিহ্যাবেও পাঠানো হয়৷ 

স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে৷  অষ্টম শ্রেণির ছাত্র দেবাংশ সরকারকে আক্রমণ করে প্রতিবেশী এক যুবক৷ অভিযুক্তের নাম শুভ মজুমদার৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা দেবাংশের উপর হামলা চালায় অভিযুক্ত শুভ৷ তার পরে দেবাংশ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র বার করে কোপাতে থাকে। কিশোর চিৎকার করতে থাকে। তার চেঁচামেচির আওয়াজ পেয়ে স্থানীয় সকলে ছুটে আসতেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ রক্তাক্ত অবস্থায় দেবাংশকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে,  বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে৷ তল্লাশি চলাকালীন এলাকারই এক ঝোপের মধ্যে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা ঘিরে বর্তমানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে দেবাংশের পরিবার। কিশোরের মা বুল্ট সরকার বলেন, " আমার ছেলের এই অবস্থা যে করল, তাঁর ফাঁসি চাই।" 

অন্যদিকে, অভিযুক্ত শুভর পরিবারের অন্য দাবি। তাদের ছেলের এহেন আচরণের কারণ বুঝে উঠতে পারছেন না তাঁরা৷ শুভর পরিবার জানায়, এর আগে প্রায় সাত বছর সে কাজের সূত্রে মুম্বইয়ে থাকত৷ সেখানে সে হেরোইনের নেশা ধরে৷ তারপর বাড়ি ফিরে এসে একবছর ভালো ছিল৷ তবে সে প্রায়ই গাঁজার নেশা করত বলে জানান তার পরিবারের সদস্যরা। ছেলের মানসিক অবস্থায় অবনতি দেখে পরিবার তাকে রিহ্যাবে পাঠায়। পরিবার সূত্রে খবর, সেখান থেকে ফিরে এসে শুভ সুস্থ ছিল। কিন্তু এদিন কেন দেবাংশের উপর অতর্কিতে হামলা চালালো সে তার কোনও উত্তর নেই পরিবারের কাছে। বর্তমানে তাকে জেরা করছে পুলিশ৷ পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।