অরিন্দম মুখার্জি: গঙ্গার ভাঙনের আতঙ্ক ভাবায়। আর ভাবনা থেকেই ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক ব্যানার্জিকে চিঠি লিখেছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। চিঠির সাড়া দেন অভিষেক, সবরকম সাহায্যের হাত বাড়ান।
প্রবল বর্ষণের কারণে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নদী পার্শ্ববর্তী এলাকা ভাঙতে শুরু করেছে। সংশ্লিষ্ট এলাকার পৌরসভা, গ্রাম পঞ্চায়েত এবং সেচ দপ্তর উদ্বিগ্ন। স্থানীয় সাংসদদের সহযোগিতায় নদী ভাঙন রোধের চেষ্টা করছে।
বজবজ এলাকার অনেকটাই গঙ্গার পার্শ্ববর্তী হওয়ার কারণে পুজালী থেকে চিত্রি গঞ্জের ঘাট পর্যন্ত ৫ জায়গায় কাজ চলছে। বর্ষা-পরিস্থিতিতে বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত অভিষেক ব্যানার্জিকে চিঠি লিখে জানান, কাজগুলি দ্রুত শেষ না করলে এলাকার ভাঙন আটকানো যাবে না, চিঠির প্রেক্ষিতে অভিষেক ব্যক্তিগত দায়িত্ব নিয়ে শেষ দপ্তরের সঙ্গে গাযোগ করে সেই কাজ শুরু করিয়েছেন।
একসঙ্গে গঙ্গার ধারে পাঁচ জায়গায় কাজ চলছে, গৌতম দাশগুপ্ত বলেন, 'এই কাজ হওয়ার জন্য আমরা গঙ্গার পার্শ্ববর্তী এলাকার ভাঙন রোধ করতে পারব।' আমি বজবজ পৌরসভা এবং বজবজ বিধানসভার তরফ থেকে সাংসদ অভিষেক ব্যানার্জি, বজবজ থানার আধিকারিক শান্তনু বসুকে ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গেই তিনি বলেন, 'আগামী দিনে অভিষেক ব্যানার্জি জানিয়েছেন এই ধরনের কোনও কাজ দরকার হলে আমরা দ্রুততার সঙ্গে করব।'
