আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস বিধায়ক গেলেন দক্ষিণভারতে, করানো হল জটিল অস্ত্রোপচার।  মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের অস্ত্রপচারের খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর পায়ের অপারেশন হয়। 

২০২১ সালের ১৭  ফেব্রুয়ারি কলকাতা যাওয়ার জন্য সুতির নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন-সহ আরও প্রায় ২৭ জন।  এই বিস্ফোরণের ঘটনার পরই তড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে এনে জাকির হোসেনের চিকিৎসা শুরু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি 'সিট' গঠন করে গোটা ঘটনার তদন্তও শুরু করা  হয়। যদিও পরবর্তীকালে এনআইএ এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নেয়। 


বিস্ফোরণের ঘটনায় জড়িতে থাকার অভিযোগে ইতিমধ্যে এনআইএ দু' জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে।  জাকির হোসেনের এক ঘনিষ্ঠ জানান-বিস্ফোরণের ঘটনায় জাকির হোসেনের পায়ে, হাতে এবং শরীরের অন্য কয়েকটি অংশে গুরুতর আঘাত লেগেছিল। এখনও পর্যন্ত তাঁর পায়ে তিনবার এবং শরীরের অন্যান্য অংশের মোট ১৫ বার অপারেশন হয়েছে। যদিও তারপরও তৃণমূল বিধায়ক স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা ফিরে পাননি। 


রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন, 'আমরা জানতে পেরেছি হায়দ্রাবাদে জাকির হোসেনের অপারেশন সফল হয়েছে। আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠে স্বাভাবিক চলাফেরার ক্ষমতা ফিরে পাবেন।'