আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি থেমে যাওয়ার পর…।টানা কয়েকদিনের বৃষ্টি থামার পর, বৃহস্পতিবার থেকেই আকাশ ঝকঝকে। শুক্রবার সকালেও তাই পরিস্থিতি। টানা বৃষ্টির স্বস্তির পরে, ফের গলদঘর্ম পরিস্থিতি। কিন্তু শুক্রবার দিনভর, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি ফিরবে নতুন ইনিংস নিয়ে? নাকি আবার ফের রোদ-ঘামের জীবন শুরু হতে চলেছে? আকাশের মেঘ কেটে যেতেই প্রশ্ন ঘুরছে বৃহস্পতিবার থেকেই। তবে শুক্রবারের আবহাওয়া আপডেটে তার কিছুটা উত্তর মিলেছে। বোঝা গিয়েছে, আগামী দিনে উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গে কেমন থাকতে পারে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়তে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা বাড়লেই কি মিলবে স্বস্তি? হাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাব কমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে। এর জেরেই কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে এখনই তুমুল দুর্যোগের আশঙ্কা না থাকলেও, রেহাই নেই ঝড়-বৃষ্টি থেকে। তাই সঙ্গে ছাতা, রেইনকোট রাখাই উচিত। বিশেষত, আজকেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের বড় কূটনৈতিক সাফল্য, লস্করের শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নিয়ে বিরাট ঘোষণা
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্র এবং শনিবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার, দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া।

শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশে একবার রোদ, একবার মেঘলা আকাশ। দিনভর শহরের আকাশ অংশৎ মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শহরের তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম।
উত্তরবঙ্গের জেলায় জেলায় শুক্রবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শনিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। ২০ থেকে ২১ জুলাই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে কমতা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবারেও এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী সোমবার শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। দিন কয়েক আগেই সামান্য রোদের দেখা মিলেছিল উত্তরবঙ্গে। মেঘ সরে কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার রূপ। আপাতত আগামী দুইদিন ভোগান্তির কোনও সম্ভাবনা নেই। কিন্তু সপ্তাহান্ত থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে পারে। ধস নামার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি, ধস নামার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে উত্তরে কমতে পারে দৃশ্যমানতাও।
