আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আকাশ এখন অংশত মেঘলা। আবহাওয়া বলতে গেলে, শনিবারের একেবারে উলটো। শনিবার খাস কলকাতায় সকাল থেকে অরিরাম বৃষ্টি, জলমগ্ন শহরে হাঁটু জল ছিল। দুপুর পেরোতেই সেখানে বদলে যায় পরিস্থিতি। আকাশ পরিষ্কার করে রোদ। রবিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ।

বেলা বাড়তেই মুখ ভার আকাশের। সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস। রবিবার দুপুরের আপডেটে মৌসম ভবন জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় দক্ষিণ বঙ্গের সাত জেলা ভিজবে বৃষ্টিতে। কিছুক্ষণেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতায়। সঙ্গে দোসর হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা হাওয়া।

আরও পড়ুন: রাতের অন্ধকারে আচমকা কলকাতা বিমানবন্দর ঘিরে ফেলল এনএসজি কমান্ডোরা!

হাওয়া অফিস রবিবার উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তালিকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে মাদহ ছাড়া এদিন রাজ্যের বাকি সব জেলায় হলুদ সতর্কতা জারি। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই। আগামী কয়েকদিন, অর্থাৎ আগামী সপ্তাহেও রাজ্যের জেলায় জেলায় টানা দুর্যোগ চলবে। হাওয়া অফিস শুক্রবারেই জানিয়েছে, একটি নিম্নচাপ অঞ্চল সরার পরেই নতুন করে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল।

সর্বশেষ আপডেটে উল্লিখিত, মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর হয়ে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে। ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। 

মৌসুমি বায়ু প্রবাহ-সহ একাধিক কারণে এই কয়েকদিন,  উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।উত্তর বঙ্গোপসাগরের উপর প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের কারণে, ২৩ জুলাই, থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। 


তার আগে, ২১ জুলাই উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। ২২ জুয়ালি হলুদ সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ২৩ জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশপরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। 

২৪ জুলাই দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনায় ২৪ জুলাই জারি কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা।


২৫ জুলাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ এবং কমলা সতর্কতা। দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কমলা সতর্কতা। ২৫ জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও জারি হলুদ সতর্কতা।

২১ জুলাই, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি,
কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা। 

 ২২ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস।