আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর মাস পড়ে গিয়েছে। কালীপুজো শেষ হয়ে কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে ভ্যাপসা গরম। অন্যান্য বছর এই সময়ে সন্ধ্যার দিকে ঠাণ্ডা পড়ে যায়। হালকা হিম পড়তে থাকে। কিন্তু এবার শীতের লেশমাত্র নেই শহরে। সদ্য ডানার প্রভাব কেটেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে রাজ্যে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। রবিবার ভাইফোঁটার দিনেও বৃষ্টির ভোগান্তি থাকবে না। 

 

 

 

মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে ভাইফোঁটার দিন। তবে সপ্তাহের শেষ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ধীরে ধীরে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে বাংলায়। এর ফলেই ধীরে ধীরে ঠাণ্ডা পড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

 

 

অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমতে থাকবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে।

 

 

একদম সকালের দিকে কোথাও কোথাও ধোঁয়াশার দেখা মিলতে পারে। তবে সেটাও বেলা একটু বাড়ার পরেই কেটে যাবে। শনিবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।