আজকাল ওয়েবডেস্ক: ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী ২৩ অক্টোবর। তারপরেই এই ঘূর্ণিঝড় ডানা ২৪ অক্টোবর সকালে এগোতে থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, ‘বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণাতে। ২৪ অক্টোবর সকাল থেকেই রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং কিছু কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে’।

 

 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং ঝাড়গ্রামে। ২৫ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও। তিনি আরও বলেন, ‘২২ অক্টোবর সকালে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। ২৩ অক্টোবর সকালেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে সেটি এগোবে উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ডানা প্রবেশ করবে ২৪ অক্টোবর সকালে’। 

 

 

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর সকালের মধ্যে ঝড়টি পুরী এবং সাগর দ্বীপের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে। সেই সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার গতিবেগ হবে ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি গিয়ে দাঁড়াতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়মিত প্রশাসনের তরফে চলছে মাইকিংও।