আজকাল ওয়েবডেস্ক: ফের একই ঘটনার পুনরাবৃত্তি। খড়গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু পড়ুয়ার। শুক্রবার সকালে উদ্ধআর হয়েছে পড়ুয়ার দেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে ঝুলন্ত অবস্থায় ঋতম মণ্ডলের দেহ উদ্ধার হয় শুক্রবার। ঋতমের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন রাজেন্দ্র প্রসাদ হলে। শুক্রবার হস্টেল থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। যদিও পড়ুয়া মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: মঙ্গলের পাথর ঝড় তুলল পৃথিবীতে, অবাক হয়ে দেখল বিশ্ববাসী
জানা গিয়েছে, এ দিন সকালে ঋতমের বন্ধুরা তাঁকে ডাকতে গিয়ে দকেহেন ঘরের দরজা বন্ধ। এরপর বেশ কয়েকবার ডাকাডাকিও করা হয়। যদিও ডাকাডাকিতে কোনও সাড়া মেলেনি। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আইআইটি কর্তৃপক্ষকে। পরবর্তীতে খড়গপুর টাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস নিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে। দেহ উদ্ধারের পর সকালে ময়নাতদন্তের জন্য সেটি খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়া হয় ওই পড়ুয়ার অভিভাবকদেরও। ইতিমধ্যেই হস্টেলের ওই ঘরটি বন্ধ করে দিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
এর আগে, আইআইটি খড়গপুরের ছাত্রাবাস থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম অনিকেত ওয়ালকার। ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নভেল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। অনিকেতের বাড়ি মহারাষ্ট্রে। আইআইটি খড়গপুরের হস্টেলেই তিনি থাকতেন। জগদীশচন্দ্র বসু হলে ২১৪ নম্বর রুম থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এপ্রিল মাসের পর ফের মে মাস। মদনমোহন মালব্য হলের এসডিএস ১৩৫ নম্বর রুম থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রের নাম, মহম্মদ আসিফ কামার। তাঁর বাড়ি বিহারের শিওহর জেলায়। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। সহপাঠীরা ওই পড়ুয়ার সাড়াশব্দ পায়নি অনেকক্ষণ। সন্দেহ হওয়ায় তাঁর সহপাঠীরা দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে সহপাঠীরা কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে রবিবার ভোরবেলায় ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
চলতি বছরের জানুয়ারি মাসেও খড়গপুর আইআইটি থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন বাবা-মা। হস্টেলের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ধাক্কা দেওয়ার পর, ফোন করার পরেও মেলেনি তাঁর সাড়া। শেষমেশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখেন, ছেলের ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়ার নাম শাওন মালিক। ২০ বছর বয়সি পড়ুয়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। অত্যন্ত মেধাবী পড়ুয়া ছিলেন তিনি।
চলতি বছরেই পর পর পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটেছে খড়গপুর আইআইটিতে। তারপরে ঠিক একই ঘটনা। সেখানেই ফের উদ্ধার হল পড়ুয়ার দেহ। মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
