মিল্টন সেন, হুগলি: সামনের চাকা ফেটে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। অল্পের জন্য রক্ষা পেলেন রোগী। আহত এক শিশু সহ যাত্রীরা। 

 

বুধবার সন্ধ্যায় রোগী নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে গোঘাট যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীতলার অহল্যাবাই রোডে হঠাৎই অ্যাম্বুল্যান্সের সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ল্যাম্প পোস্টে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। এক শিশু সহ গাড়িতে থাকা আরোহীরা কমবেশি সকলেই আহত হন। 

 

দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল থাকায় সেখানে আহত ওই ছয় মাসের শিশু সহ বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। গাড়িতে থাকা এক আরোহী জানিয়েছেন, শিশুটি বর্তমানে ভালই আছে। তবে তাকে এখনও অবজারভেশনে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, অ্যাম্বুল্যান্সের মতো গুরুত্বপূর্ণ গাড়ির চাকা রক্ষনাবেক্ষন নিয়ে।