আজকাল ওয়েবডেস্ক: সুপারি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকায়। ঝুমুর এলাকার বাসিন্দা যুবতীর নাম রিঙ্কি পারভিন। জানা গিয়েছে, শনিবার সকালে ওই যুবতী ঘুম থেকে উঠে চা খাওয়ার পর কাঁচা সুপারি খেতে যায়। সেই সময় হঠাৎই গলায় আটকে যায় সুপারি। শুরু হয় শ্বাসকষ্ট।
তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের তরফে দেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়। পরিবারের এক সদস্য জানিয়েছেন, সকালে চা খাওয়ার পর রিঙ্কি কাঁচা সুপারি খেতে গিয়েছিল। সেই সময় তাঁর গলায় কাঁচা সুপারি আটকে যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
