অতীশ সেন: অনলাইন প্রতারণার শিকার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা । জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পরিচিতদের এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছিল। এছাড়াও, একটি কোম্পানিতে আর্থিক লগ্নি করার জন্য অনুরোধও করা হচ্ছিল। এ বিষয়ে বার্লা জানান, বিষয়টি তাঁর অজান্তেই ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে বানারহাট থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জন বার্লা বলেন, গত চার দিন ধরে তিনি হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারছেন না। অন্য ফোনে সিমকার্ড লাগিয়েও চেষ্টা করেছেন, কিন্তু অ্যাপটি খুলছে না। প্রথমে ফোনে কল আসা-যাওয়া হওয়ায় তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে পরে জানতে পারেন যে, তাঁর নম্বর থেকে বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হচ্ছে।
তাঁর সন্দেহ, বাড়ির ছোট বাচ্চারা ফোন নিয়ে খেলার সময় অজানা লিঙ্কে ক্লিক করার ফলে এই ঘটনা ঘটতে পারে। বার্লার হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করলে একটি অজানা ব্যক্তি ফোন রিসিভ করে টাকা দাবি করছেন, যিনি নিজেকে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা বলে দাবি করছেন। ইতিমধ্যেই, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন জন বার্লা। অনুরোধ জানিয়েছেন, যদি তাঁর ফোন নম্বরটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
