আজকাল ওয়েবডেস্ক: সাপ-বেজির লড়াই হামেশাই দেখা যায়। তা নিয়ে অনেক কাহিনীও আছে। প্রকৃতির এই চিরন্তন শত্রুতা মান্যতা পেয়েছে সাপে-নেউলে সম্পর্ক হিসাবে। কারও সঙ্গে শত্রুতা বোঝাতে এই শব্দ বন্ধ ব্যবহার করা হয়।
এবার লড়াই সাপ-বেজির নয়, বিষধর গোখরো আর ছুঁচোর লড়াই। দুই প্রাণীর দারুণ লড়াইয়ের ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। কাউকে খাটো করতে ছুঁচো বলা হয়। তবে এ ছুঁচো মোটেও খাটো নয়। সাপের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
হুগলির পান্ডুয়ার বাসিন্দা মাধব ঘোষ। তিনি প্রতিদিনই পান্ডুয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে যান। পাশেই একটি মাঠে তিনি দেখতে পান প্রায় দু’ফুট লম্বা বিষধর গোখরো সাপের সঙ্গে ছুঁচোর তুমুল লড়াই চলছে। এক মিনিট ৩৫ সেকেন্ডের সেই ভিডিও মাধববাবু তুলে ধরেছেন তাঁর ফেসবুক ওয়ালে। লড়াইয়ের ময়দানে কেউ কাউকেই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না। গোখরোটি যতবার ফণা তুলে রুখে দাঁড়াতে চাইছে তখনই ছুঁচো এসে বারবার সাপের পিঠে ও মুখে কামর বসিয়ে আক্রমণ করছে। তারপর আস্তে আস্তে সাপটা নিস্তেজ হতে শুরু করে।
মাধব জানান, চা খেতে গিয়ে এই দৃশ্যটা একটি মাঠের মধ্যে দেখতে পাই। অনুমান কোনও কারণে গোখরো সাপটি ছুঁচোর বাচ্চা গিলে নিয়েছিল। সাপের পেটটা ফোলা লাগছিল। হয়তো সেই কারণেই রেগে গিয়ে বারবার সাপটাকে আক্রমণ করছিল ছুঁচো। তবে এমন দৃশ্য আমরা আগে কখনও দেখিনি। সাপে-নেউলের যুদ্ধ দেখেছি। কিন্তু এভাবে সাপ আর ছুঁচোর লড়াই দেখিনি।
সাপ এবং নেউলের মধ্যে শত্রুতা বহু লোককাহিনী এবং গল্পে বর্ণিত রয়েছে। এই দ্বন্দ্ব এতটাই বিখ্যাত যে যখনই একটি নেউলে একটি সাপের মুখোমুখি হয় তখন মানুষ প্রায়শই মনোযোগ সহকারে তাদের লড়াই দেখতে দাঁড়িয়ে পড়েন। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন এই প্রাণীদের মধ্যে এত গভীর শত্রুতা কেন? প্রাণীবিদদের ব্যাখ্যা, এই শত্রুতার মূল কারণ হল তাদের সহজাত প্রকৃতি এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রতিযোগিতা। নেউলে ছোট কিন্তু অত্যন্ত চটপটে এবং সতর্ক শিকারী। বিষাক্ত সাপ খাওয়ার প্রতি তাদের বিশেষ ঝোঁক থাকে।
