আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালীপুজোর পর এবার ভাইফোঁটার পালা। সারাবছর ব্যস্ততার মাঝে ভাইবোনেরা এই বিশেষ দিনে একত্রিত হন।  রবিবার ভাইফোঁটা উপলক্ষ্যে সব ঘরেই থাকে জমজমাট খাওয়াদাওয়ার ব্যবস্থা। আর ভাইফোঁটার প্রস্তুতিতে শনিবার সকাল থেকেই বাজারগুলিতে চোখে পড়েছে লম্বা লাইন। সবজি বাজার থেকে মাছ, মাংস, মিষ্টি কিনতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

 

 

কিন্তু বাজারে গিয়ে জিনিসপত্রের দাম শুনেই ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে শাক সবজি কিনতে গিয়েই পকেটে টান পড়ছে আমজনতার। চন্দ্রমুখী আলুর দাম গিয়ে দাঁড়িয়েছে  ৩৬ টাকা কেজিতে। জ্যোতি আলু ৩০-৩২ টাকা। বেগুনের দাম ১৫০-১৭০ টাকা, পটল ৮০ টাকা, এবং কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। এমনকি, টম্যাটোর দামও বেড়ে দাঁড়িয়েছে ১০০-১২০ টাকায়।

 

 

শুধু শাক সবজি নয়, মাছ-মাংসের বাজারেরও একই অবস্থা। শহর কলকাতার বাজারগুলিতে এক কেজি ইলিশের দাম ১২০০-১৫০০ টাকা, এবং দেড় কেজি ইলিশের দাম প্রায় ১৮০০ টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়। ভেটকির দাম ৫০০-৫৫০ টাকা, এবং মুরগির মাংস ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম ছুঁয়েছে প্রায় এক হাজার টাকার কাছাকাছি।

 

ফলের বাজারেও দাম বেড়েছে। আপেল ২০০ টাকা কেজি, বেদানা ২৫০-৩০০ টাকা, নাসপাতি ১৫০-২০০ টাকা এবং আনারস ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সবকিছুর মধ্যেই দাম বাড়লেও ভাইফোঁটার এই বিশেষ দিনে ভাইয়ের জন্য পছন্দের খাবার তুলে দিতে সকাল থেকেই বাজারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবজি, মাছ, মাংসের পাশাপাশি মিষ্টির দোকানেও ক্রেতাদের লম্বা লাইন।