আজকাল ওয়েবডেস্ক: গরুপাচার মামলায়  পরপর জামিন। অনুব্রত কন্যা সুকন্যার জামিনের পর, জামিন মিলেছে অনুব্রতরও। তার পরেই, সোমবার সকালে জানা গেল, গরু পাচার মামলায় দেশের সর্বোচ্চ আদালত জামিন দিয়েছে এনামুল হককেও। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এনামুলকে গ্রেপ্তার করে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রায় আড়াই বছর পর, ইডির মামলায় জামিন পেলেন তিনি। ইডি গ্রেপ্তার করার আগে, ২০২০ সালে আসানসোল সিবিআই আদালতে এনামুল আত্মসমর্পণ করেন। গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই-এর হাতে। 

২০২২ এর ১১ আগস্ট গরুপাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত। নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে আসানসোল, পরে তিহারে নিয়ে যাওয়া হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় তাঁর মেয়ে সুকন্যাকেও। 
 

মেয়ে সুকন্যা জামিন পেয়েছিলেন ১০ সেপ্টেম্বর, ২০২৪। আর বাবা জামিন পেলেন ২০ সেপ্টেম্বরে। গ্রেপ্তার হওয়ার দু'বছরেরও বেশি সময় কাটিয়েছেন জেলে। প্রথমে সিবিআইয়ের দায়ের করা মামলায় অনুব্রত জামিন পান গত ৩০ জুলাই। সেটা ছিল গরু পাচার মামলা। তবে তখনও ইডির মামলা চলছিল দিল্লি হাইকোর্টে। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলাতেও পেলেন জামিন। গত ২০ সেপ্টেম্বর ১০ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। সোমবারই জেল থেকে ছাড়া বেরোবেন তিনি।