মিল্টন সেন,হুগলি: বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুদের পাশে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য, সমর্থকরা। আওয়াজ উঠল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরা।
গোড়া থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে নাড়ির সম্পর্ক বাংলাদেশের। তাই আর চুপ করে থাকতে না পেরে ক্লাবের তরফে অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দেওয়া হল। এদিন হুগলির কোন্নগর ও শ্রীরামপুরের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য এবং সমর্থকদের উদ্যোগে শুরু হল আন্দোলন।
কোন্নগর স্টেশন সংলগ্ন এলাকায় ব্যানার হাতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার দাবি উঠল ক্লাব সদস্যদের মুখে। অবিলম্বে অত্যাচার বন্ধ করার দাবিতে চলল স্লোগান। পাশাপাশি শ্রীরামপুর মাহেশ এলাকায় ফায়ার ব্রিগেড অফিসের সামনে জিটি রোডে সংগঠিত হয়েছিল মৌন প্রতিবাদ। ক্লাবের সমর্থক এবং সদস্যদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। কেউ হাতে নিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা। সকলের সম্মিলিত দাবি ছিল, অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক। কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বজুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক।
 
 ছবি: পার্থ রাহা
